আগামী ২২শে আগস্ট অবধি পুলিশি হেফাজতে থাকবে স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যু-কাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র নদীয়ার স্বপ্নদীপের মৃত্যুতে সৌরভের নাম প্রকাশ্যে আসে। ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে সৌরভকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে স্বপ্নদীপের মৃত্যুর তদন্তের রিপোর্ট জানতে চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে চিঠি দিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির হস্টেলে বিতর্কিত পরিস্থিতিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে, এই মৃত্যুতে হস্টেলের কয়েক জন আবাসিকের কিছু কার্যকলাপ দায়ী। বেআইনি ভাবে হস্টেলে থাকেন ওই আবাসিকদের কেউ কেউ আবার।
স্বাভাবিকভাবেই, এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। বাংলার রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাই তাঁকে কমিশনের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে যে পদক্ষেপ উচিত বলে রাজ্যপালের মনে হয়, তা-ও করতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও যাদবপুরের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও একটি চিঠি দিয়েছে শিশু সুরক্ষা কমিশন। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে পুলিশ, তার রিপোর্ট জানতে চাওয়া হয়েছে। একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল? যাদবপুরের হস্টেলে কোন কোন আবাসিক বেআইনি ভাবে থাকেন, তার সম্পূর্ণ তালিকা চাওয়া হয়েছে। কেন তারা বেআইনি ভাবে হস্টেলে থাকছেন, পুলিশের কাছে তা জানতে চেয়েছে শিশু সুরক্ষা কমিশন।