বাংলায় ফের তৈরি হল বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। এবার বার্জার পেন্টসের হাত ধরে বড় বিনিয়োগ আসতে চলেছে রাজ্যে। আগামী দু’তিন বছরে বাংলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেন্টস। ভারতের দ্বিতীয় বৃহত্তম রং প্রস্ততকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায় জানিয়েছেন, পানাগড়ে একটি কারখানা গড়ে তোলা হবে। সেইসঙ্গে রিষড়া এবং সিঙ্গুরে যে কারখানা আছে, সম্প্রসারণ করা হবে সেই দুটি কারখানার। বার্জার পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, পানাগড় শিল্পপার্কে একটি কারখানা গড়ে তোলা হবে। আগামী সাত-আট মাসের মধ্যে শুরু হয়ে যাবে সেই কারখানার নির্মাণকার্য।
উল্লেখ্য, দু’বছরের মধ্যে সেই কারখানা তৈরি হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ওই কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সেইসঙ্গে রিষড়ার কারখানার সম্প্রসারণের জন্য ১২০-১৩০ কোটি টাকা বিনিয়োগ করছে ওই সংস্থাটি। সিঙ্গুরের কারখানার সম্প্রসারণের জন্য আরও ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেই জানিয়েছে বিশ্বস্ত সূত্র।