সাংসদ পদ ফিরে পাওয়ার পরে এই প্রথমবার নিজের সংসদীয় এলাকা ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল গান্ধী। জোরদার প্রস্তুতি কংগ্রেসের। সুপ্রিম কোর্ট সাজা স্থগিত করার পরে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হয়। এরপর লোকসভায় অনাস্থা প্রস্তাব বিতর্কে অংশ নেন তিনি। বিতর্কে অংশ নিয়ে মণিপুর ইস্যুতে মোদীকে নিশানা করেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দুই দিনের সফরে শনিবার (১২ আগস্ট) তার সংসদীয় এলাকা ওয়ানাড়ে পৌঁছেছেন। সম্প্রতি সাংসদ পদ ফিরে পাওয়ার পর এটিই রাহুলের প্রথম সফর ওয়ানাড় সফর। রাহুল গান্ধীর সফর ঘিরে কংগ্রেসের কেরালা ইউনিটে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় কালপেট্টার নতুন বাসস্ট্যান্ড কমপ্লেক্সে তাকে স্বাগত জানানোর কর্মসূচি রাখা হয়েছে। এই উপলক্ষে রাহুল গান্ধী কাইথাঙ্গু প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেবেন।
রবিবার, সফরের দ্বিতীয় দিনে, রাহুল গান্ধী দুপুর ১২টায় জেলার নাল্লুরনাডুর আম্বেদকর মেমোরিয়াল ক্যান্সার সেন্টারে একটি হাই-টেনশন ট্রান্সফরমারের উদ্বোধন করবেন। রবিবার নিজেই, তিনি কোঝিকোড় জেলার কোডানচেরিতে কমিউনিটি প্রতিবন্ধী ব্যবস্থাপনা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর আগে রাহুল গান্ধী ১১ এপ্রিল ওয়ানাড় সফরে গিয়েছিলেন। সেই সময় সাংসদ পদ বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন। রাহুল গান্ধী বলেছিলেন, ‘আমার সংসদ সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। তারা পুলিশকে আমার পিছনে লাগিয়েছে। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি ভারত ও ওয়ানাড়ের মানুষের সমস্যা তুলে ধরব’।