শনিবার থেকে কোলাঘাটে শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। সেই সম্মেলনে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তৃতায় বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর তারইবঘণ্টা দেড়েকের মধ্যে তাঁকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে নিশানা করে তিনি বলেন, ‘আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন, সারা জীবন নয়। আয়নায় নিজের মুখ দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম!’
এদিন রাফেল চুক্তি কেলেঙ্কারি থেকে নোটবন্দির প্রসঙ্গ টেনে এনে তৃণমূল নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মুখে দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন, আর কাজে সেটাই করেন যাতে বিজেপির স্বার্থ উপকৃত হয়। দেশের মানুষ খেতে পেল কি না, তাতে বিজেপির কিছু আসে যায় না।’ তাঁর দাবি, ‘বিজেপি দেশের স্বার্থে কোনও কাজ করে না, শুধু রাজনৈতিক হাওয়া তুলতে জানে!’ এরপরেই সরাসরি প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে মমতা বলেন, ‘অন্যকে জ্ঞান না দিয়ে নিজেদের আচরণ ঠিক করুন।’