আগামী ১৩ই আগস্ট, অর্থাৎ রবিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে ২৬টি লোকাল ট্রেন বন্ধ থাকতে চলেছে। সেগুলি হল : সাঁতরাগাছি-মেচেদা, হাওড়া-আমতা, পাঁশকুড়া-হলদিয়া, খড়্গপুর-হাওড়া, মেচেদা-শালিমার, হলদিয়া-পাঁশকুড়া, সাঁতরাগাছি-শালিমার, মেদিনীপুর-হাওড়া। আজ বাতিল থাকছে পোরবন্দর-সাঁতরাগাছি ট্রেন। আর শনিবার বাতিল দূরপাল্লার ট্রেনগুলি হল : সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা, হাতিয়া-হাওড়া, জগদলপুর-হাওড়া, উদয়পুর-শালিমার এক্সপ্রেস। রবিবার বাতিল দূরপাল্লার ট্রেনগুলি হল- হাওড়া-সেকেন্দ্রাবাদ, শালিমার-পুরী, হাওড়া-হাতিয়া, হাওড়া-জগদলপুর, শালিমার-উদয়পুর,সাঁতরাগাছি-দীঘা, সাঁতরাগাছি-পোরবন্দর, হাওড়া-রাঁচি, হাওড়া-পুরী। সাঁতরাগাছিতে ফুট ওভার ব্রিজের কাজের জন্য ৪৬টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। আগামী সোমবার বন্ধ থাকবে হাওড়া-চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস।
আগামী রবিবার হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস সহ ৫টি দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হল :
১) হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস দুপুর দুটো পাঁচ মিনিটের বদলে সন্ধ্যা ছ’টা ৩৫ মিনিটে ছাড়বে।
২) শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে বিকেল চারটে ১৫ মিনিটে ছাড়বে।
৩) সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস দুপুর দুটো ৫৫ মিনিটের বদলে চারটে ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে।