অনাস্থা প্রস্তাবের উপর দ্বিতীয় দিনের বিতর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢড়াকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আদানির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে পাল্টা আক্রমণ শানাতে গিয়ে সনিয়ার জামাইকেও টেনে এনেছিলেন স্মৃতি। বলেছিলেন, ‘ওদের নীতি হল, ছেলেকে সেট করো, আর জামাইকে ভেট দাও’। এই মন্তব্যের পাল্টা এবার স্মৃতি ইরানি ও তাঁর পরিবারের দিকে আঙুল তুললেন রবার্ট বঢড়া।
সোনিয়ার জামাই টুইট করে আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে। টুইটে রবার্ট লিখেছেন, ‘স্মৃতিজি আমার দিকে আঙুল তোলা বন্ধ করুন। বরং নিজের ও নিজের পরিবারের দিকে দেখুন। আপনি চাইলেও সব লুকিয়ে রাখতে পারবেন না। ভারত জানতে চায় আপনার শিক্ষাগত যোগ্যতা কী? আপনার মেয়ের গোয়ায় বেআইনি বার নিয়েও বলুন কিছু। তৃতীয় কার হাত আছে এর পিছনে। আপনি যতই বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা কী, আমার সন্দেহ আছে আপনি সত্যি সত্যিই প্রশিক্ষিত কিনা। আপনার তো লজ্জা হওয়া উচিত’।
গোয়ায় স্মৃতি ইরানির মেয়ের নামে খোলা রেস্তোরাঁ নিয়ে অভিযোগ অনেক দিনের। অভিযোগ, মৃত ব্যক্তির নামে গোয়ায় একটি মদের দোকনের লাইসেন্স রিনিউ করিয়েছেন স্মৃতি ইরানির মেয়ে জোইশ ইরানি। ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় এক আইনজীবী আরটিআইয়ের আবেদন করলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা গেছে, সিলি সোলস কাফে অ্যান্ড বার নামে ওই মদের দোকানের লাইলেন্স রিনিউ করা হয়েছে। এর জন্য গোয়ার আবগারি দফতর স্মৃতি ইরানির মেয়েকে নোটিসও পাঠিয়েছিল। কিন্তু তারপরেও কেন এই ব্যাপারে তদন্ত হল না সেই নিয়ে স্মৃতিকে খোঁচা দেন রবার্ট।