শুক্রবার সংসদে ‘ইন্ডিয়া’ জোটের আনা অনাস্থা প্রস্তাবের জবাবে ভাষণ দিতে গিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বারবার উঠে এল বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। আর কোনও রাজ্য নয়, কেবলই তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ। যা দেখে রাজনৈতিক মহল বলছে, আসলে বাংলা ঘুম কেড়েছে প্রধানমন্ত্রীর। বিগত ২০২১-এ বাংলার বিধানসভা ভোটে প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, হাফডজন বিজেপির মুখ্যমন্ত্রী, সওয়া ডজন বিজেপি নেতারা বাংলায় নিয়মিত এসেছিলেন। ৮ দফার নির্বাচনে ‘দোশো পারে’র স্লোগান তুলে নানা ধরনের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলার মানুষ বিজেপি দলটিকেই পরিত্যাগ করেছে। তাই বিরোধীদের আক্রমণ করতে গেলেই প্রধানমন্ত্রীর মুখে উঠে আসছে বাংলার কথা।
স্বাভাবিকভাবেই বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ২৬ দলের ‘ইন্ডিয়া’ জোট। কখনও ক্যুইট ইন্ডিয়া, কখনও ইস্ট ইন্ডিয়া-সহ আরও অনেক নামে ইন্ডিয়াকে কটাক্ষ করে চলেছেন। এমনকী আদালতে মামলাও করে ফেলেছেন। কিন্তু তার থেকেও বড় বিষয় হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই জোট প্রক্রিয়ার মূল কাণ্ডারী। যার দলের কাছে ২০২১-এ পর্যুদস্ত হয় বিজেপি। ফলে ইন্ডিয়া জোটের ভয়ের ছায়া তাড়া করছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী এও দেখেছেন, ইন্ডিয়া জোট তৈরির পরেই কর্ণাটক থেকে হিমাচল একের পর এক রাজ্য হাতছাড়া হয়েছে পদ্মশিবিরের। ফলত বাড়ছে অস্বস্তি।