বাংলার চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওয়ার্ডার/মহিলা ওয়ার্ডার পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯.০৮.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৩০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। বয়সসীমা প্রার্থীদের আবেদনের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর। আবেদন করতে বলে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইচ্ছুকদের।
উল্লেখ্য, প্রার্থীদের ৯০ নম্বরের একটি প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে নির্বাচিত প্রার্থীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ দিতে হবে। আবেদন পদ্ধতি প্রথমে প্রার্থীদের wbpolice.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে হোমপেজে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর “Recruitment of Warders and Female Warders in the Department of Correctional Administration, Govt. of West Bengal 2023” লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন ফি প্রদান করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে।আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://wbprb.applythrunet.co.in/ApplicationDoc/Online_Warder2023.pdf ক্লিক করতে পারেন চাকরিপ্রার্থীরা।