বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের জবাবে লোকসভায় প্রায় ঘন্টা দুয়েকের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে মণিপুর নিয়ে তিনি কথা বলেন হাতেগোনা কয়েক মিনিট মাত্র। আর তারপরেই এবার মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘দু’দিনেই মণিপুর শান্ত করতে পারে সেনা। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক। তাই পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে।’
প্রসঙ্গত, মণিপুর নিয়ে আলোচনার সময় গতকাল সংসদে ছিলেন না রাহুল। তবে আজ দিল্লিতে সংবাদ সম্মেলনে মোদীর বিরুদ্ধে অগ্নিবৃষ্টি করেন তিনি। বলেন, ‘দু’দিনেই মণিপুর শান্ত করতে পারে সেনা। ভারতীয় সেনার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক। তাই পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছে গিয়েছে। আমরা যখন মণিপুরে গিয়েছিলাম কুকিরা বলছে, আপনারা আসুন, দেখুন তবে মেইতেই রক্ষী সঙ্গে আনবেন না। আনলে গুলি করে দেব।’ একই কথা শুনেছি মেইতেই শিবিরেও।’