আগামী বছরেই দেশে লোকসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়েই এবার মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজ্যসভায় নতুন বিল নিয়ে এল মোদী সরকার। দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের যে কমিটি আছে, তা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ছেঁটে ফেলতে রাজ্যসভায় ‘নির্বাচন কমিশনার বিল, ২০২৩’ পেশ করেছে কেন্দ্র।
প্রসঙ্গত, শীর্ষ আদালত চলতি বছর মার্চে নির্বাচন কমিশনার নিয়োগে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি প্যানেল গঠনের নির্দেশ দিয়েছিল। নতুন বিলে সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিতে চলেছে কেন্দ্র। বিল অনুযায়ী নিয়োগ কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর সুপারিশ করা একজন ক্যাবিনেট মন্ত্রী। যা হলে ভোটাভুটির সময় সরকার পক্ষের পাল্লাই যে ভারী থাকবে সে কথা বলাই বাহুল্য। তাই এই বিল নিয়ে সরব হয়েছে বিরোধীরা।