বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম কিছুদিন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু সেসব এখন অতীত। রামনবমী থেকে শুরু করে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে তাঁর ভূমিকায় ফের রাজ্য-রাজভবনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার যেমন রাজ্যের স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে সরিয়ে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ালেন রাজ্যপাল। শোনা যাচ্ছে, ইউজিসির নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই যুক্তিতে রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হচ্ছে।
এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অনিয়ম নিয়ে বার তিনেক চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। শেষ চিঠি পাঠানো হয়েছিল গত সোমবার। নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পরেও কেন পদ আগলে বসে রয়েছেন উপাচার্য? তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজভবনের পাঠানো চিঠিতে। চিঠিপ্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য সুহৃতা পালের থেকে কৈফিয়তও তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও সেই চিঠির জবাব দেননি উপাচার্য। উলটে তিনি আইনি পদক্ষেপের ভাবনাচিন্তা করছিলেন বলে শোনা যাচ্ছিল।