লোকসভায় অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কংগ্রেস এবং বিরোধী জোট ‘ইণ্ডিয়াকে’ আক্রমণ করার কয়েক ঘন্টা পরে, কংগ্রেস নির্বাচনী বক্তৃতার মঞ্চ হিসাবে সংসদকে ব্যবহার করার অভিযোগ তুলেছে মোদীর বিরুদ্ধে। সেই সঙ্গে দল আরও বলেছে, প্রধানমন্ত্রী ‘কংগ্রেস-ফোবিয়া’য় আক্রান্ত হয়েছেন।
কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে মণিপুর নিয়ে সংসদে ভাষণের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। খড়গে বলেন, ‘প্রধানমন্ত্রী যদি আগে আলোচনায় সম্মত হন, তার ‘হঠকারীতা এবং ঔদ্ধত্য’ ঝেড়ে ফেলে, তাহলে সংসদের মূল্যবান সময় বাঁচানো যেত এবং গুরুত্বপূর্ণ বিলগুলি ভালভাবে আলোচনার পরে পাস করা সম্ভব হত’।
তিনি বলেন, “আমরা মর্মাহত যে মণিপুর হিংসার মত ইস্যুতে, বিরোধী দলকে অনাস্থা প্রস্তাবের মতো সংসদীয় কৌশল ব্যবহার করতে হয়েছে। মোদী সংসদকে নির্বাচনী সমাবেশের বক্তৃতা মঞ্চে পরিণত করেছেন। ‘লোকসভায় কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, প্রধানমন্ত্রীর ‘কংগ্রেস-ফোবিয়া’য় আক্রান্ত।
গগৈই বলেছেন, তার পুরো বক্তৃতায়, প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে গিয়েছেন। প্রথম ৯০ মিনিটে মণিপুরের কোনও উল্লেখ ছিল না। বিজেপি মণিপুরে “তার ব্যর্থতাগুলি আড়াল করছে” ।
তিনি আরও বলেন, ‘মোদী যাই বলুন না কেন, আমরা নিশ্চিত যে আমাদের দলগুলি আমাদের সংবিধানের মূল্যবোধ সংরক্ষণ ও সুরক্ষা, আমাদের সভ্যতার মূল্যবোধ সংরক্ষণ এবং অখণ্ডতা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা ও সাম্য, অধিকার ও নীতি সংরক্ষণের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য ঐক্যবদ্ধ’। আমরা আত্মবিশ্বাসী ২৪-এর নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোট জিতবে’।