১০ হাজার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। ৩০০ কোটির ঋণ। বাংলার যুবাকে ব্যবসামুখী করতে আর্থিক সহায়তার দরজা আরও বড় করে খুলে দিল নবান্ন। আগামী ২৩ আগস্ট কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠতি ব্যবসায়ীদের হাতে এই ভবিষ্যত ক্রেডিট কার্ড তুলে দেবেন। সেখানেই ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে ঘোষিত হবে ৩০০ কোটির আর্থিক সহায়তার কথা।
কর্মসংস্থানে জোয়ার আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পদক্ষেপ করেছেন। কখনও বড় বড় শিল্পসংস্থাকে সঙ্গে নিয়ে শিল্পের উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। কখনও আবার সরাসরি চাকরির ব্যবস্থা করেছেন। সম্প্রতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে আরও বিনিয়োগ টানতে বিশেষ কর্মসূচি নিয়েছেন। যার পোষাকি নাম দেওয়া হয় ‘শিল্পের সমাধানে’।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ১ আগস্ট থেকে শুরু হয় এই কর্মসূচি। যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। নবান্ন সূত্রের খবর, রাজ্য স্তরের অনুষ্ঠান ২৩ আগস্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। আসলে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মাস’ হিসেবে উদযাপিত হবে আগস্ট। সেই হিসাবে জেলার প্রতিটি ব্লকে, শিল্পের সমাধানে-র ক্যাম্প বসে। কলকাতা পুরসভার সব বরোতেও এই শিবির হচ্ছে। অন্যান্য পুরসভা ও মিউনিসিপ্যালিটিতে মহকুমা স্তরে ক্যাম্প চলছে। যেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কৃষি পরিকাঠামো তহবিল প্রকল্পের ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। প্রতিটি শিবিরেই মজুত থাকছেন বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধি। ঋণের জন্য সবরকমভাবে সহায়তা করা হচ্ছে নতুন শিল্পোদ্যোগীদের।