স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি মানিক।
প্রসঙ্গত, একাধিক মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ। তাই এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। বিচারপতিরা সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেন। সুতরাং আর নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিকের জরিমানা কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।