ক্ষমতায় আসার পর থেকেই ভারতজুড়ে নানান ক্ষেত্রে বিলগ্নিকরণের পথে হেঁটেছে নরেন্দ্র মোদীর সরকার। এবার সরকারি সংস্থা এইচএলএল লাইফকেয়ার লিমিটেডকে বিক্রি করে দিতে চলেছে তারা। স্বাভাবিকভাবেই সরকারি ওষুধের উপর নির্ভর করে যাঁরা চিকিৎসা করিয়েছেন এতদিন, এই খবর তাঁদের মাথায় বজ্রাঘাতের মতো। আগামী সেপ্টেম্বরেই শুরু হবে টেন্ডার বিক্রির প্রক্রিয়া।
প্রসঙ্গত, এইচএলএল বিগত ২০১৫ সালে ক্যান্সার এবং হৃদরোগের সমস্যাজনিত রোগের ওষুধ সস্তায় বিক্রি শুরু করেছিল। সম্প্রতি সংসদেও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এইচএলএল বিক্রির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলেও কর্মীদের ভবিষ্যত কি হবে তার কোনও রূপরেখা এখনও তৈরি করেনি কেন্দ্র। ফলত প্রবল অনিশ্চয়তায় ভুগছেন কর্মীরা। এই সংস্থা বিক্রির তীব্র বিরোধিতায় ইতিমধ্যেই সরব বিরোধী দলগুলি। প্রতিবাদে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।