সৌদি মুলুকে অব্যাহত রোনাল্ডোর চমৎকার ফর্ম। আল নাসেরের হয়ে গোল করেই চলেছেন সিআরসেভেন। এবার আরব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালেও গোল করলেন পর্তুগিজ তারকা ফুটবলার। দলকে তুলে দিলেন ফাইনালে। আল নাসের ১-০ গোলে হারাল আল শর্তাকে। আগামী ১২ই আগস্ট সৌদি আরবেরই ক্লাব আল হিলালের বিরুদ্ধে ফাইনাল খেলবে আল নাসের। এদিন ম্যাচের শুরুর দিকেই গোল করেন রোনাল্ডো। সতীর্থের পাস পেয়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। এর পর ম্যাচের নিয়ন্ত্রণ আল নাসেরের থাকলেও, আল শর্তার ফুটবলাররা গোল করার কোনও জায়গাই দেননি। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী মেজাজে শুরু করে রোনাল্ডোর ক্লাব। ফলও মেলে। বিপক্ষের ভুলে পেনাল্টি পায় আল নাসের। আল শর্তার জনৈক ফুটবলার বক্সের মধ্যে ফেলে দেন বায়ার্ন মিউনিখ থেকে সৌদির ক্লাবটিতে সই করা সাদিও মানেকে।
প্রসঙ্গত, প্রথমে পেনাল্টি না দিলেও ভার-এর সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলান রেফারি। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনাল্ডো। উল্লেখ্য, আগের ম্যাচেও গোল করেছিলেন রোনাল্ডো। রাজা কাসাব্লাঙ্কার বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি আসে তাঁর পা থেকেই। খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। রক্ষণ থেকে বাঁ প্রান্তে বল পেয়েছিলেন ট্যালিস্কা। ব্রাজিলীয় ফুটবলার দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে রোনাল্ডোর জন্য বল সাজিয়ে দিয়েছিলেন। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। গোল করা পরে দেখা গিয়েছিল তাঁর চিরপরিচিত ‘সিউ’ ভঙ্গিতে উদযাপন। এদিনও গোলের পর সেই একই ভঙ্গিমায় উল্লাস করলেন সিআরসেভেন।