কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে এখনও পর্যন্ত দেড়শো জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানো, জীবন্ত পুড়িয়ে মারার মত ঘটনাও ঘটেছে। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধী জোট ইন্ডিয়া। এবার মণিপুর হিংসা নিয়ে ফের একবার মুখ খুলল আমেরিকাও। মণিপুরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা থেকে পিছু হটবে না তারা, ভারত সরকারকে এমনই বার্তা দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন প্রশাসনের এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই চাপে মোদী সরকার।
আগামী সেপ্টেম্বরে জি-২০ বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন আগে মণিপুর ইস্যুতে নয়াদিল্লির ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছিল ওয়াশিংটন। তা নিয়ে কেন্দ্রের সাফাই ভুল তথ্যের ভিত্তিতে আমেরিকা এমন মন্তব্য করেছে। কিন্তু ফের মণিপুর নিয়ে বিবৃতি দিয়ে বাইডেন প্রশাসন বুঝিয়ে দিয়েছে ভারতের সাথে যতই সুসম্পর্ক থাক, তারা মোটেই মণিপুর নিয়ে ভুল তথ্যের ভিত্তিতে মন্তব্য করেনি। মার্কিন বিদেশ দপ্তর সূত্রে খবর, খ্রিস্টানদের উপর নির্যাতনের বিরোধিতা করেছে আমেরিকা। তাদের মতে সকল ধর্মের মানুষের উপর নির্যাতনের বিরোধী মার্কিন প্রশাসন। রাজনৈতিক মহল মনে করছে, ভারত সফরে মণিপুর নিয়ে কী কথা বলবেন বাইডেন? এই প্রশ্নই ভাবাচ্ছে মোদী সরকারকে।