এর আগে একাধিক বার সিপিএম-বিজেপি আঁতাতের প্রমাণ মিলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলেছেন, রাজ্যের তৃণমূল সরকারকে পরাস্ত করতে হাত মিলিয়েছে বাম-রাম। সেই অভিযোগ যে ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। এবার সিপিএমের জয়ী সদস্যের সমর্থন নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি! বুধবার এই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে। সেখানে বুধবার অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল।
প্রসঙ্গত, এই পঞ্চায়েতে মোট ১৮টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল ও বিজেপি উভয়েই আটটি করে আসন পেয়েছে। বাকি দু’টি আসন জিতেছে সিপিএম। বোর্ড গঠনের সময় জয়ী সদস্যদের ভোটাভুটি হয়। তাতে একজন সিপিএম সদস্য ভোটদানে বিরত থাকেন। বাকি জয়ী সদস্যদের ভোটাভুটিতে বোর্ড গঠন করল বিজেপি। পঞ্চায়েত বোর্ড গঠন শেষে ওই সিপিএম সদস্য জানিয়েছেন তিনি বিজেপিকেই সমর্থন করেছেন ভোটাভুটিতে। বুলুপ্রসাদ জানা নামে পঞ্চায়েতের ওই সিপিএম সদস্যর কথায়, ‘আমি বিজেপিকে সমর্থন করেছি। দলের আঞ্চলিক স্তরে ও কর্মীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’