জাতীয়তাবাদের বুলি কপচানোয় তাঁর জুড়ি মেলা ভার। অথচ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় দেশের সেনা-জওয়ানরা ভাল নেই! হ্যাঁ, এবার খোদ কেন্দ্রীয় রিপোর্টেই মিলল এর প্রমাণ। গত ১২ বছরে দেশে কেন্দ্রীয় বাহিনী, অসম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ১৫৩২ জন জওয়ান আত্মহত্যা করেছেন। মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
মোদীর মন্ত্রীর দাবি, এইটি ক্ষেত্রে কর্মক্ষেত্রে চালু ব্যবস্থার দিকে আত্মঘাতী জওয়ানেরা কখনও অভিযোগ করেননি। তাহলে কেন এত জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন? এর উত্তর খুঁজতে টাস্কফোর্স গড়ে আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নিত্যানন্দ। তবে তিনি প্রচলিত ব্যবস্থা জওয়ানদের আত্মঘাতী হওয়ার কারণ নয় বলে দাবি করলেও ওয়াকিবহাল মহলের বক্তব্য, দুর্গম এলাকায় ডিউটি, ঘন ঘন বদলি এবং ছুটি না পাওয়া, সাংসারিক জীবন থেকে দূরে থাকার ফলেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটছে।