আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে চীনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমস। শেষ হবে ৮ই অক্টোবর। এশিয়ান গেমসে ফুটবলের সূচি জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পুরুষ ও মহিলা দুই বিভাগেই পূর্ণ সূচি ঘোষিত। ভারতের পুরুষ দলের প্রথম ম্যাচ চীনের বিরুদ্ধে। অন্য দিকে ভারতের মহিলা দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে চাইনিজ তাইপেইয়ের।
ভারতের পুরুষ দলের সূচি :
ভারতের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে আয়োজক দেশ চীন। বাকি দুই দেশ বাংলাদেশ ও মায়ানমার। এই গ্রুপের সূচি এ রকম –
১৯শে সেপ্টেম্বর- বনাম চীন (ভারতীয় সময় বিকাল ৫টা)।
২১শে সেপ্টেম্বর- বনাম বাংলাদেশ (ভারতীয় সময় দুপুর দেড়টা)।
২৪শে সেপ্টেম্বর- বনাম মায়ানমার (ভারতীয় সময় বিকাল ৫টা)।
পুরুষদের শেষ ষোলোর ম্যাচ হওয়ার কথা ২৭ ও ২৮শে সেপ্টেম্বর। ১লা অক্টোবর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ঠা অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ৭ই অক্টোবর। সে দিনই ব্রোঞ্জ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারতের মহিলা দলের সূচি :
ভারতের মহিলাদের দলের গ্রুপে রয়েছে চাইনিজ তাইপেই ও তাইল্যান্ড। এই গ্রুপের সূচি এ রকম –
২১শে সেপ্টেম্বর- বনাম চাইনিজ তাইপেই (ভারতীয় সময় বিকাল ৫টা)।
২৪শে সেপ্টেম্বর- বনাম তাইল্যান্ড (ভারতীয় সময় বিকাল ৫টা)।
উল্লেখ্য, মহিলাদের গ্রুপ পর্ব শেষ হওয়ার পরে কোয়ার্টার ফাইনাল হবে ৩০শে সেপ্টেম্বর। ৩ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল। ফাইনাল হওয়ার কথা ৬ অক্টোবর। ব্রোঞ্জ পদকের ম্যাচও অনুষ্ঠিত হবে সেদিনই।