বুধবার অনাস্থা বিতর্কের গোড়াতেই বিজেপিকে সুচারু কটাক্ষে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ মণিপুর নিয়ে লোকসভায় আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে অংশ নিলেন রাহুল। আর বিতর্কের সূচনা করতে গিয়ে শুরুতেই ট্রেজারি বেঞ্চে বসা পদ্মশিবিরের সাংসদদের উদ্দেশে টিপ্পনী ছুড়ে বললেন, “বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আজ আমি আদানিকে নিয়ে কিছু বলব না। কোনও আক্রমণ করতে আসিনি। আমি আজ হৃদয়ের কথা বলব।” এদিন দেশকে নতুন করে চিনতে ও জানতে তিনি কীভাবে ‘ভারত জোড়ো যাত্রা’য় দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে প্রান্তিক মানুষের দুর্দশা চোখে দেখেছেন, তাঁদের অবর্ণণীয় কষ্টের কথা শুনেছেন তার উল্লেখ করেন রাহুল।
তিনি জানান, “সমুদ্র তট থেকে বরফ ঘেরা কাশ্মীর পর্যন্ত ১৩০ দিন পদযাত্রা করেছি। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করেছেন, কেন এমন কর্মসূচি নিলাম? আমারও প্রথমে এই যাত্রা সম্পর্কে কোনও আন্দাজ ছিল না। শুধু মানুষকে চিনতে ও নতুন করে জানতে যাত্রা শুরু করেছিলাম। আমার মনে যে অহঙ্কার ছিল, সেই অহঙ্কার নিমিষেই চুরমার করে দিয়েছে ভারত জোড়ো যাত্রা।” পাশাপাশি, জনৈক কৃষকের সঙ্গে তাঁর কথোপকথনও তুলে ধরেন রাহুল। “যাত্রার সময়ে এক কৃষকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি তাঁর দুঃখের কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘রাহুলজি, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই। ফসলের ক্ষতি হওয়া সত্বেও বিমার অর্থ পাইনি।’ আসলে গরিব কৃষকদের বিমা’র অর্ত এদেশের কয়েকজন শিল্পপতি ছিনিয়ে নিয়েছে”, স্পষ্ট বক্তব্য কংগ্রেস সাংসদের।