চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে জোট বেঁধেছে দেশের বিরোধীরা। সংসদে তাদের সেই জোট ‘ইন্ডিয়া’র ঐক্যও দেখা দিচ্ছে গোটা বাদল অধিবেশন জুড়ে। মঙ্গলবার যেমন লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সোনিয়া গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করতেই রুখে দাঁড়ালেন তৃণমূলের মহিলা সাংসদরা।
মঙ্গলবার লোকসভায় মোদী মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনায় বিজেপির বক্তা ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে অনাস্থার বিপক্ষে বলতে গিয়ে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। টেনে আনেন বিদেশিনী ইস্যু। এই বক্তব্যের প্রতিবাদে সরব হন তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার। লোকসভায় তৃণমূল দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি মিলতে শতাব্দী রায়, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডলরাও প্রতিবাদে সামিল হন। কাকলি বলেন, মহিলাদের এভাবে অপমান করবেন না। মানুষ মোটেই ক্ষমা করবে না। সময় মতোই জবাব দেবে।