বুধবার আমেরিকায় ৮ তারিখ। এই দিনেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তখনই চিকিৎসকের সঙ্গে আলোচনারত অভিষেকের একটি ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে দেখা গিয়েছে ডাক্তারের সঙ্গে কথা বলে তাঁকে রিপোর্ট দেখাচ্ছেন এবং তাঁর থেকে কিছু বুঝে নিচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
২৬ জুলাই কলকাতা থেকে দুবাই রওনা দেন তিনি। সেখানেই চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তবে, ছবিটি দেখে নেটিজেনদের অনুমান করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিউ ইয়র্কে। যদিও ছবিটি কবে তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।