থামানোই যাচ্ছে না লিওনেল মেসিকে। আমেরিকায় লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে ডালাসের বিরুদ্ধেও জোড়া গোল করলেন তিনি। এই নিয়ে চার ম্যাচে সাতটি গোল হয়ে গেল তাঁর। এদিন ম্যাচ শুরু হওয়ার ৭ মিনিটের মাথাতেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে মেসির বাঁ পায়ের শট বাঁচাতে পারেননি বিপক্ষ গোলরক্ষক। শুরুতেই এগিয়ে গেলেও প্রথমার্ধেই জোড়া ধাক্কা খেতে হয় মায়ামির রক্ষণকে। ৩৭ মিনিটের মাথায় ফাকুন্ডো কুইগনোন ও ৪৫ মিনিটে বের্নার্ড কামুনগো গোল করে ডালাসকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ডালাস। ৬৩ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করতে ভুল করেননি অ্যালান ভেলাস্কো।
এর ২ মিনিট পরেই মায়ামির হয়ে গোল করেন বেঞ্জামিন ক্রেমাস্চি। অবশ্য ৩ মিনিট পরে মেসির দলকে চাপে ফেলে দেন রবার্ট টেলর। এত দিন মায়ামির হয়ে গোল করছিলেন তিনি। এই ম্যাচে মায়ামির জালেই বল জড়িয়ে দেন। তাঁর আত্মঘাতী গোলে ৪-২ এগিয়ে যায় ডালাস। এরপর ৮০ মিনিটে আত্মঘাতী গোল করেন ডালাসের মার্কো ফার্হান। তার ৫ মিনিট পরেই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করেন মেসি। গোলরক্ষক ঝাঁপিয়েও কিছু করতে পারেননি। ৪-৪ ব্যবধানে খেলা শেষ হয়। ফলত ফয়সালা হয় টাইব্রেকারে। টাইব্রেকারেও মায়ামির হয়ে প্রথম শট নিতে যান মেসি। গোলও করেন। বলে জাল জড়াতে ভুল করেননি সের্খিয়ো বুস্কেৎসও। ডালাসের হয়ে দ্বিতীয় পেনাল্টি ফসকাল পমিকাল। তারপর আর ম্যাচে ফিরতে পারেননি ডালাস। ৩-৫ টাইব্রেকারে ম্যাচ জেতে মিয়ামি।