জঙ্গি দমনে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুপওয়াড়ার পর এবার পুঞ্চে এক জঙ্গিকে খতম করল তারা। জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আহত হয়েছে আরও এক জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি। নিরাপত্তা বাহিনীর নজরে আসতেই অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক জঙ্গিকে নিকেশ করে, অপর জঙ্গিও গুলির আঘাতে আহত হয়েছে। বর্তমানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে উক্ত অঞ্চলে। জম্মুর প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বার্তওয়াল জানান, রাত দুটো নাগাদ দুই জঙ্গিকে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।
এরপরই গুলির লড়াইয়ে এক জঙ্গিকে মাটিতে পড়ে যেতে দেখা যায় এবং দ্বিতীয় জঙ্গিকে পিন্টু নালার দিকে পালিয়ে যেতে দেখা যায়। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীরে বড়সড় হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। সেই কারণেই বারংবার অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। ভারতীয় সেনার তরফেও নিয়ন্ত্রণ রেখা ও ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় এটা দ্বিতীয় অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। রবিবারও কুপওয়াড়ায় নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। ভারতীয় সেনা দেখতে পেয়েই গুলি চালায়। গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। দুই-তিনজন জঙ্গি সীমান্ত টপকিয়ে ফের পাকিস্তানে পালিয়ে যায়। একটি একে ৪৭ রাইফেল, ম্যাগাজিন, ১৫ রাউন্ড একে ৪৭ গুলি, ৫টি ৯ এমএম পিস্তল, ১টি ১৫ এমএমের পিস্তল ও প্রচুর বুলেট উদ্ধার করা হয়েছে নিহত জঙ্গির কাছ থেকে।