এখনই বর্ষণে পড়ছে না ইতি। আজ ও কাল, অর্থাৎ সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সাত জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা কমছে দুই থেকে তিন ডিগ্রী সেলসিয়াস। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। উত্তরে সরে মোজাফফরপুর, মালদহের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পরে কয়েকটি জেলায়। সমুদ্র উত্তল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে সেখানে।
পাশাপাশি, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। সোম ও মঙ্গল এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সোমবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতিভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আজ কলকাতায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৩ মিলিমিটার। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।