পূর্ব নির্ধারিতই ছিল। আজ, সোমবার রাজ্যসভায় পেশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল ২০২৩। পূর্ব নির্ধারিত সূচি মেনেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিলটি পেশ করেন।
যদিও অন্যান্য দিনের মতো এদিনও সকালে অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদের হই-হট্টগোলে সংসদের দুই কক্ষেরই অধিবেশন মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোর পর আবার অধিবেশন শুরু হলে প্রথমেই বিলটি রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করার পরই বিরোধীদের তরফে তীব্র বিরোধিতা করেন প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বিলটিকে অসাংবিধানিক এবং মৌলিকভাবে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, বিজেপি যেভাবেই হোক বিলটি নিয়ন্ত্রণ করতে চাইছে এবং আঞ্চলিক কণ্ঠস্বর ও দিল্লির জনগণের আকাঙ্খার উপর আক্রমণ আনছে। এটি ফেডারেলিজমের সমস্ত নীতি, সিভিল সার্ভিসের সমস্ত নিয়ম এবং গণতন্ত্রের সমস্ত মডেল লঙ্ঘন করে।