এবার প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি মোহাম্মদ রফিক। রবিবার রাত সাড়ে আটটায় হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান কবির। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জানা গিয়েছে, বর্তমানে ঢাকাতেই থাকতেন কবি। রবিবার গ্রামের বাড়ি বাগেরহাটের বৈটপুরে গিয়েছিলেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বরিশালের এক হাসপাতালে। তারপর একটু সুস্থ হলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকাতেই। পথে মাদারিপুরের কাছে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা কবি মোহাম্মদ রফিককে প্রয়াত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার আগে আইয়ুব-বিরোধী আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন মোহাম্মদ রফিক। ষাটের দশক থেকে তাঁর কবিতা লেখার শুরু। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন কলেজে শিক্ষকতা করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেন অধ্যাপক হিসেবে। ২৯ জুন ২০০৯ পর্যন্ত দীর্ঘকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।