বিরোধী প্রার্থীরা ভোটে জিতলেও তাঁরা তৃণমূলে চলে আসবেন৷ পঞ্চায়েত নির্বাচনের আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বেরানোর পর থেকেই দেখা যাচ্ছে, তাঁর কথাই ঠিক। এবার যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে আসেন ওই আইএসএফ সমর্থিত নির্দলে জয়ী প্রার্থী সাদিকুল মোল্লা। তিনি ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চল থেকে আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন।
তৃণমূলে যোগদানের পরই তিনি বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে তোপ দেগেছেন। জয়ের সার্টিফিকেট আটকে রেখেছেন নওশাদ, অভিযোগ এমনই। রবিবার ভাঙড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল। আর তৃণমূলের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েই দলে যোগ দেন চালতাবেরিয়া অঞ্চলের জয়ী নির্দল প্রার্থী সাদিকুল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তৃণমূলের নীতি ও আদর্শ ভাল। তাই নিজের ইচ্ছাতেই তৃণমূলে যোগ দিয়েছি। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই এই যোগদান।’