জেলা জজের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানাতে পারবেন কুন্তল ঘোষ। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছিল, নিজের অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল। আর তারপরই এবার আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোরক কুন্তল। একটি বন্ধ খাম সাংবাদিকদের দেখিয়ে তিনি দাবি করলেন, ইডির বিরুদ্ধে প্রমাণ রয়েছে সেই খামে।
তবে খামের বিষয়বস্তু সম্পর্কে আর বেশি কিছু খোলসা করেননি কুন্তল। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আদালতে গিয়ে খামটি জমা দেবেন তিনি। কুন্তলকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। আদালতে প্রবেশের মুখে সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। গাড়ি থেকে নামার সময় কুন্তল হাত তুলে একটি খাম দেখান। তার পর বলেন, ‘আমি একটা কথা বলব। আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ।’ কী আছে সেই খামের ভিতরে? সাংবাদিকেরা প্রশ্ন করলে কুন্তল যেতে যেতে পিছন ফিরে বলেন, ‘আদালতকে দেখাব।’ উল্লেখ্য,