সাংসদ পদ ফিরতেই আবার সংসদে পা রাখলেন রাহুল গান্ধী। মানহানি মামলায় সুরাট আদালতের রায়ের পরদিনই সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। সেই সাজায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ৪৮ ঘণ্টা পর অবশেষে খোয়ানো সাংসদ পদ ফিরে পেলেন রাহুল। সোমবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। এরপরই আজ সংসদে এলেন রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেসের তরফে রাহুলের সাংসদ পদ ফেরানোকে ‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়’বলেই উল্লেখ করা হয়। মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সদস্যরা মিষ্টিমুখ করে রাহুলের সাংসদ পদ ফেরার উদযাপন করেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট সুরাট আদালতের সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানিয়েছিল কংগ্রেস। লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেক্রেটারিয়েটের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেওয়া হয়। এরপরই আজ অধিবেশন শুরুর আগে লোকসভার
সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল, এমনটাই জানানো হয়।
অন্য়দিকে, মল্লিকার্জুন খাড়গের অফিসেও উদযাপনে মেতে উঠতে দেখা যায় ইন্ডিয়া জোটের সাংসদদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক বিরোধী দলনেতাকে মিষ্টি খাওয়ান।
প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মানহানি মামলা দায়ের করা হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই প্রথমে গুজরাট হাইকোর্ট ও পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।