মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন জায়গায় বারবার মাথাচাড়া দিয়েছে হিন্দি আগ্রাসন। কেন্দ্রও নানান সময় প্রত্যক্ষ বা পরোক্ষ উপায়ে দেশবাসীর উপর চাপিয়ে দিতে চেয়েছে হিন্দি ভাষা। সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করতে হবে। এই বিষয়ে কোনওরকম বিরোধিতা চলবে না। শুক্রবার সরকারি ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমনটাই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্যের বিরুদ্ধে আওয়াজ তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। স্পষ্ট জানালেন, “হিন্দির দাসত্ব করব না।” শুক্রবার দিল্লিতে ছিল সরকারী ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির ৩৮তম বৈঠক। সেখানেই অমিত শাহ বলেন, বিরোধিতা ছাড়াই হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করতে হবে।
হিন্দি নিয়ে অমিত শাহর এমন বক্তব্যকে নস্যাৎ করে টুইট করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। লেখেন, “আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দিকে জোর করে চাপের দেওয়ার প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। অ-হিন্দি ভাষাভাষীদের নিয়ন্ত্রণ করার এটি একটি নির্লজ্জ প্রচেষ্টা। হিন্দি আধিপত্য তথা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে তামিলনাড়ু। আমাদের ভাষা এবং ঐতিহ্য আমাদের সংজ্ঞায়িত করে। আমরা হিন্দির দাসত্ব করব না।” এছাড়া কর্ণাটক এবং বাংলার মতো অ-বিজেপি রাজ্যে হিন্দিকে চাপানোর বিরোধিতাতেও সরব হন স্ট্যালিন।