এবার ‘ডবল ইঞ্জিন’ ত্রিপুরায় হিজাব বিতর্ক। শুক্রবার ত্রিপুরা সীমান্তবর্তী সেপাহিজালা জেলার বিশালগড় মহকুমার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারাইমুরা স্কুলের এক ছাত্রকে নির্মমভাবে আক্রমণ ও মারধরের অভিযোগ ওঠে ত্রিপুরার এক ডানপন্থী সংগঠনের বিরুদ্ধে। সেই সংগঠনের সদস্যরা হিজাব পরে স্কুলে প্রবেশে বাধা দিলে প্রতিবাদ করে ওই ছাত্র। এরপরই তাঁকে মারধরের অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, নির্যাতিত দশম শ্রেণীর ওই ছাত্রকে জোরপূর্বক স্কুল থেকে বের করে এনে মারধর করে। শিক্ষিকদের উপস্থিতি সত্ত্বেও কেউ উদ্ধার করতে আসেনি বলেই অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্তেরা বহিরাগত, কোনোভাবেই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত নয় বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।
কারাইমুরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নন্দী জানিয়েছেন, সম্প্রতি প্রাক্তন একদল ছাত্র তাঁর সঙ্গে দেখা করেছেন। বিদ্যালয়ে হিজাব পরিধান করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। হিজাব পরিধান সরকারি ইউনিফর্মে অসম্মতি বলে অভিহিত করেন তাঁরা। তাই প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ে হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারির অনুরোধ করেন তাঁরা। যদিও এ ধরনের নিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে কোনও সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। প্রধান শিক্ষক মৌখিকভাবে শিক্ষার্থীদের স্কুলে হিজাব না পরার নির্দেশ দিয়েছিলেন।