শীর্ষ আদালতে স্বস্তি মিলেছে রাহুল গান্ধীর। প্রসঙ্গত, মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল গুজরাতের সুরাত আদালত৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা৷ এ দিন নিম্ন আদালতের সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ জারি করেছে সুুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরাতে তৎপর হয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ রাহুল গান্ধীর শাস্তির নির্দেশের উপরে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের নির্দেশকে স্বাগত তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাহুল গান্ধির এই খবরে তিনি খুশি৷ শীর্ষ আদালতের এই নির্দেশকে বিচারব্যবস্থার জয় বলেও ব্যাখ্যা করেছেন৷ টুইটারে তিনি লিখেছেন, “রাহুল গান্ধির সাংসদ পদ সংক্রান্ত এই খবরে আমি খুশি। আমাদের মাতৃভূমির জন্য ইন্ডিয়া জোট যে শপথ নিয়েছে, এর ফলে তা আরও শক্তিশালী হবে এবং আমরা জয়ী হব। এটা আমাদের বিচার ব্যবস্থারও জয়।”
প্রসঙ্গত, রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে স্বস্তি পেতেই নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ জারির বিষয়টি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। যদিও রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাবেন কি না তা সম্পূর্ণ নির্ভর করছে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তের উপরেই। এর আগে বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোট গঠনের বৈঠকেও রাহুল গান্ধির প্রশংসা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘাতের আবহের পর ২০২৪-এর নির্বাচনকে সামনে রেখেই দূরত্ব মিটেছে৷ রাহুল গান্ধি শীর্ষ আদালতে স্বস্তি পাওয়ার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল সম্পর্ককে যে আরও জোরাল করবে, তা নিশ্চিত বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।