ফের দলবদল। এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূলে যোগ দিলেন এক নির্দল ও এক কংগ্রেসের জয়ী প্রার্থী। শাসক দলের দাবি, ঘাসফুলের হাত ধরে যে উন্নয়নের কাজ চলছে, তাতে সামিল হতেই দুই প্রার্থীর দলবদল।
উত্তর ২৪ পরগনার স্বরুপনগর বিধানসভার অন্তর্গত এই তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২২ টি আসন রয়েছে। তার মধ্যে ২০ টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। ফলে বোর্ড যে ঘাসফুলেরই হাতে থাকবে, তা নিশ্চিত ছিল।
নির্দল থেকে জয়ী হয়েছিলেন শৈবাল তরফদার আর কংগ্রেসের হাফিজুর রহমান এদিন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।
দলবদলের পর দুজনের মুখেই তৃণমূল তথা মমতা বন্দ্য়োপাধ্যায়ের উন্নয়নের কথা। হাফিজুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম’। অন্যদিকে, শৈবাল তরফদারের বক্তব্য, মমতা বন্দ্য়োপাধ্যায়ের উন্নয়নের কোনও বিকল্প নেই। একই সুর দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের গলাতেও।