মানহানি মামলায় শুক্রবার রাহুল গান্ধীকে বড় স্বস্তি দিয়েছে সর্বোচ্চ আদালত। সুরতের নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই রায়কে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেস পরক্ষণেই দাবি জানাল, এবার রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দিন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া রয়েছে। নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে বা সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়। সুপ্রিম কোর্টের রায়ে রাহুল গান্ধী স্বস্তি পেয়েছেন। এবার আমরাও চাইব যে ক্ষিপ্রতার সঙ্গে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেছিলেন স্পিকার ওম বিড়লা সেই তৎপরতার সঙ্গেই যেন তা ফিরিয়ে দেন’।
সেই দিনটা ছিল ২৪ মার্চ। তার পর থেকে চার মাস অতিবাহিত। এর মধ্যে কংগ্রেস ও তৃণমূল এখন ‘মোদীকে হঠানোর’ লড়াইয়ে অনেকটাই কাছাকাছি এসেছে। দুই দলই ইন্ডিয়া জোটের শরিক। এবং সেই জোটকে চূড়ান্ত রূপ দেওয়ার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দ্বিধায় বলেছেন, ‘আওয়ার ফেভারিট রাহুল’ তথা আমাদের প্রিয় রাহুল।
অর্থাৎ শুক্রবার তৃণমূল যেভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে তার প্রেক্ষাপট তৈরিই ছিল।