ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীই যেন সেই অভিযোগে সিলমোহর দিয়ে দিলেন। সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধীদের একপ্রকার হুমকির সুরে বলে দিলেন, ‘চুপ করুন, নাহলে বাড়িতে ইডি চলে যেতে পারে।’
বৃহস্পতিবার সংসদে দিল্লি সার্ভিসেস বিল নিয়ে আলোচনার সময় যথারীতি হট্টগোল করছিলেন বিরোধী সাংসদরা। সেসময়ই কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লির সাংসদ মীনাক্ষী লেখি বিরক্ত হয়ে উঠে বলেন, ‘এক মিনিট। চুপ করুন, চুপ করুন। শান্ত হন। নাহলে আপনাদের বাড়িতে ইডি চলে যেতে পারে’। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যকে হুমকি হিসাবেই দেখছেন বিরোধীরা।
একযোগে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধীরা। এনসিপি ক্লাইড ক্রাসটো সোজা বলে দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন। বিরোধীরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছে, সেটাই প্রমাণিত হল। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলছেন, এটা আসলে প্রকাশ্যে হুমকি। সংসদে দাঁড়িয়ে এভাবে ইডির নামে হুমকি দেওয়াটা নিন্দনীয়।
বস্তুত, মোদি জমানায় কেন্দ্রীয় এজেন্সিগুলির অতিসক্রিয়তা নিয়ে অভিযোগ পুরনো। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি বিরোধী নেতাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে ইডি অত্যধিক দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। সেটা তেজস্বী যাদবের বিরুদ্ধে হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হোক বা ডিকে শিবকুমারের বিরুদ্ধে। সেটা নিয়ে বিরোধীরা এর আগে সংসদেও সক্রিয় হয়েছেন। এবার সেই সংসদেই মন্ত্রিসভার সদস্য দিলেন পালটা হুমকি।