সারা দেশের মধ্যে আবারও সেরার শিরোপা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উল্লেখ্য, শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতি বছরই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে দেশের অন্যতম থিঙ্কট্যাঙ্ক সংস্থা ‘স্কচ গ্রুপ’। এর আগেও একাধিক বার বাংলাকে স্বীকৃতি দিয়েছে তারা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের অনেকগুলি প্রকল্প এই পুরস্কারে ভূষিত হয়েছে। এবার স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্য সরকারের তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’। জানা গিয়েছে, হস্তশিল্প এবং তাঁত শিল্পের প্রসার ঘটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ‘স্কচ অ্যাওয়ার্ড’ দেওয়া হল রাজ্য সরকারের তন্তুজকে। এর আগেও তন্তুজের ঝুলিতে এসেছে একাধিক সম্মান। যার মধ্যে রয়েছে, জাতীয় হ্যান্ডলুম দিবসে কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্ত পুরস্কার।