অবশেষে অপেক্ষায় ইতি। এবার কলকাতায থেকে বাসে চেপে সোজা পৌঁছে যাওয়া যাবে ঢাকায়। প্রথমে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত, তারপর সেখান থেকে ঢাকা। ফিরতি পথে আবার ঢাকা থেকে কলকাতা। পরীক্ষামূলকভাবে চলল বাস। আর যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে একমাসের মধ্যে। এপার-ওপার বাংলার মধ্যে নিত্যনৈমিত্তিক যাতায়াত চলে মানুষের। বাংলাদেশ থেকে মূলত চিকিৎসাজনিত কারণেই ভারতে আসেন বহু মানুষ। আবার এদেশ থেকে ওদেশেও যান অনেকেই।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে বাস পরিষেবা চালুর দাবি তুলেছিল ঘোজাডাঙা এক্সপোর্টাস্ ও ইমপোর্টাস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংস্থা সম্পাদক রাজু সাহাজি বলেন, স্রেফ যাতায়াতের সুবিধা নয়, পদ্মা সেতু দিয়ে বাসে কলকাতা থেকে ঢাকা যেতে সময়ও লাগবে দু’ঘণ্টা কম। এদিন বিকেলে যখন ঢাকা থেকে যাত্রীদের নিয়ে একটি বাস পৌঁছয় বাংলাদেশের ভোমরা সীমান্তে, তখন কলকাতা থেকেও বাস আসে ঘোজাডাঙ্গায়। এরপর যাত্রী বিনিময়ের মাধ্যমে শেষ হয় মহড়া। শীঘ্রই আরম্ভ হয়ে যাবে যাত্রী পরিষেবা।