মণিপুরের পর এখন গোষ্ঠী সংঘর্ষের আগুন জ্বলতে শুরু করেছে হরিয়ানায়। দুই বিজেপি শাসিত রাজ্যে এভাবে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ায় বুধবার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হরিয়ানার হিংসা পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নয়া বিতর্ক তৈরি করেছেন। তিনি বলেছেন, সরকারের পক্ষে সবাইকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এদিন খট্টরের সেই কথার সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ঠিক যে প্রতিটি মানুষকে আলাদা করে সুরক্ষা দেওয়া সব সময়ে সম্ভব হয় না। কিন্তু দাঙ্গায় উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া তো বন্ধ করা যায়। আগে আগুন লাগাচ্ছে, তার পর নেভানোর জল পাচ্ছে না’।
২০১৪ সালে লোকসভা ভোটের আগে বাংলার মানুষের মন জিততে নরেন্দ্র মোদী বলেছিলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপির সরকার থাকলে—‘দোনো হাত মে লাড্ডু’। পরে এই ব্যবস্থাকে ডবল ইঞ্জিন সরকার বলে প্রচার করতে নামেন মোদী-শাহরা। কিন্তু ঘটনাচক্রে এখন দেখা যাচ্ছে, দেশের যে দুই রাজ্য গোষ্ঠী সংঘর্ষের কারণে অগ্নিগর্ভ হয়ে রয়েছে, সেই দুটিই বিজেপি শাসিত। বিরোধীরা তাই খোঁচা দিতে শুরু করেছেন যে ডবল ইঞ্জিন জ্বলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এ ব্যাপারে বলেন, ‘পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের এখনও ৬ মাস বাকি। তার আগেই নোংরা খেলায় নেমে পড়েছে বিজেপি। কখনও মানুষে মানুষে সংঘাত লাগিয়ে দিচ্ছে, কখনও জাতিতে জাতিতে বিভাজন তৈরি করছে, কখনও সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। আর তা করছে স্রেফ ভোটে জেতার জন্য। এই নকশা খারাপ শুধু নয়, দেশের জন্য বিপজ্জনক’।