কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে বহুদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। বিজেপি শাসিত সেই রাজ্যে কিছুতেই নিভছে না হিংসার আগুন। ইতিমধ্যেই মানুষের প্রাণ গিয়েছে বহু মানুষের। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানোর পাশাপাশি জীবন্ত পুড়িয়ে মারা মত ঘটনাও ঘটেছে। এরই মধ্যে হিংসার আগুন আরও এক ‘ডবল ইঞ্জিন’ রাজ্য হরিয়ানায়। দুই রাজ্যের পরিস্থিতি এক না হলেও পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে সেখানের নুহ, গুরুগ্রামের মতো জায়গায়। হিংসার বলি হচ্ছেন বহু মানুষ। গত সোমবার যেমন প্রাণ হারান গুরুগ্রামের সেক্টর ৫৭-এ একটি মসজিদের ইমাম। নুহ জেলা থেকে ছড়িয়ে পড়া হিংসার বলি হন তিনি।
জানা গিয়েছে, মসজিদ লক্ষ্য করে দুষ্কৃতীরা সেই রাতে গুলি ছুড়েছিল। মসজিদে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছিল। এদিকে এই ঘটনার পর মৃত ইমাম মহম্মদ সাদের পরিবার চাঞ্চল্যকর দাবি করছে। তাদের দাবি, ঘটনার আগে সাদের সঙ্গে কথা হয়েছিল তাদের। তখন নাকি তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি সেখানে স্বাভাবিক আছে। দুই গাড়ি পুলিশ সেখানে আছে। সামাদের ভাই সংবাদমাধ্যমকে বলেন, ‘রাতে ও আমাকে বলল, সকালের নমাজ আদায় করেই বাড়িতে ফিরবে সে।’ তবে শেষ পর্যন্ত আর বাড়ি ফেলা হয়নি মহম্মদ সাদের। তিনি গুরুগ্রামের অঞ্জুমান জামা মসজিদের নায়েব ইমাম ছিলেন।