এ যেন ঝোপ বুঝে কোপ! এবার একদিকে যেমন বিরোধীশূন্য রাজ্যসভায় একের পর এক বিল পাশ করিয়ে নিল কেন্দ্র। তেমনি অন্যদিকে বিরোধী শূন্য কক্ষে মোদী সরকারের মন্ত্রী ও মন্ত্রকের কাজের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর।
প্রসঙ্গত, মণিপুর ইস্যুতে তপ্ত রাজ্যসভা। প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবিতে বিরোধীদের প্রতিবাদ-স্লোগান, দফায় দফায় ওয়াক আউট করেছে ইন্ডিয়া জোটের সদস্যরা। এর মাঝেই বিরোধীশূন্য রাজ্যসভায় যে কোনও প্রশ্নের উত্তর অবাধ এবং নির্বিঘ্নে দেব মোদীর মন্ত্রীরা। উত্তর শুনে উচ্ছ্বসিত হয়ে বিদ্যুৎমন্ত্রী রাজকুমার সিংকে ধনকর বলেন, আপনার মন্ত্রক দারুণ কাজ করছে। আগে সর্বত্র জেনারেটরের রমরমে ব্যবসা ছিল। এখন আপনি গোটা দেশে এত ভাল বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছেন যে, জেনারেটর ব্যবসা প্রায় উঠে গিয়েছে। এখন সর্বত্র সর্বক্ষণ বিদ্যুৎ।
অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে, হরিয়ানায় যাত্রাপথেই হঠাৎ রাস্তার পাশে একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার দেখে ঢুকে পড়েছিলেন। গ্রামের রোগীর সঙ্গে চণ্ডীগড়ের সুপার স্পেশালিটি প্রতিষ্ঠানের ডাক্তারের সরাসরি অনলাইন কনসাল্টেশন দেখে তিনি মুগ্ধ। আর তা শুনে ধনকরও মুগ্ধ হয়ে যান। এদিকে, বিরোধীদের অভিযোগ, মোদী সরকার চায় বিরোধী শূন্য সদন। সরকারের বিরুদ্ধে কোনও প্রশ্ন তুললেও ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে তারা। ঝড়ের গতিতে পাশ করিয়ে নেওয়া হচ্ছে একের পর এক বিল। বিরোধীদের কোনওরকম আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না।