কিছুদিন আগেই বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির সাক্ষী থাকতে হয়েছিল নিত্য যাত্রীদের। বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য সেদিন বনগাঁ-শিয়ালদহ রুটে আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এবার রাতভর বৃষ্টিতে ধসের কারণে ফের ব্যাহত শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল।
যার ফলে বুধবার সাতসকালে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের। জানা গেছে, শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে আপ লাইনের ধারে মাটি ধসে গেছে। কাঁকুড়গাছি রেল কেবিনের কাছে রেললাইনের মাটি ধসেছে। রাতভর প্রবল বৃষ্টিতে ধসে যায় লাইনের ধারের মাটি। এর জেরে মেন লাইনে শিয়ালদহ-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন অন্য লাইন দিয়ে চালানো হচ্ছে।