আগের চেয়ে শারীরিক অবস্থার সামান্য উন্নতি ঘটেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে এখনও তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে। ফলে তাঁকে রক্ত দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বুদ্ধবাবুর শ্বাস-প্রশ্বাসের সমস্যা থাকায় হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখাটা জরুরি বলে মত চিকিৎসকদের। ফলে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ১০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ জন্য আপাতত তাঁকে এক ইউনিট রক্ত দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাঁকে রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হয় আজ সন্ধ্যায়।
প্রসঙ্গত, মঙ্গলবারও বুদ্ধদেবকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। তবে তাঁর সোডিয়াম-পটাশিয়াম মাত্রা ঠিক রয়েছে। সংক্রমণ মোকাবিলায় কড়া ডোজের অ্যান্টিবায়োটিকও চলছে। যার জেরে তাঁর কিডনিতে প্রভাব পড়তে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁর ক্রিয়েটিনিন আগের থেকে নিয়ন্ত্রণে রয়েছে। যদিও আপাতত পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ চলবে। মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত শনিবার থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধবাবু। পারিবারিক সূত্রে খবর, তার আগে বেশ কয়েক দিন জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার থেকে তাঁর শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়। শনিবার ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। ওই দিন দুপুরেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বুদ্ধদেবকে। পরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ‘ইনভেসিভ ভেন্টিলেশনে’ রাখা হয়েছিল। যদিও সোমবার দুপুরে সেখান থেকে তাঁকে বার করে আনা হয় সোমবার দুপুরে। পরে ধীরে ধীরে খানিক উন্নতি ঘটে তাঁর স্বাস্থ্যের।