জাতিহিংসার আগুনে এখনও উত্তপ্ত বিজেপিশাসিত মণিপুর। আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তর-পূর্বের এই রাজ্যের বাসিন্দারা। আজ, মঙ্গলবারও মণিপুর পুলিশকে তুমুল ভর্ৎসনা করল শীর্ষ আদালত। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, “মণিপুরে আইন-শৃঙ্খলা বলে কিছু আর অবশিষ্ট নেই। এটা একেবারে স্পষ্ট যে তদন্ত করতে অক্ষম রাজ্য পুলিশ। আইন-শৃঙ্খলা ব্যবস্থার উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পুলিশ।” সেইসঙ্গে আগামী শুক্রবার মণিপুর পুলিশের ডিরেক্টর জেনারেল বা মণিপুরের ডিজিপিকে তলব করেছে সুপ্রিম কোর্ট। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় জানিয়েছে, মণিপুরের তদন্ত চলছে অত্যন্ত ধীর গতিতে।
উল্লেখ্য, এদিন মণিপুরে এক মহিলাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করার ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে শীর্ষ আদালত। তারা জানায়, ৪ঠা মে ঘটনাটি ঘটেছিল। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থেকে এটা মোটামুটি স্পষ্ট যে অনেক দেরিতে এফআইআর দায়ের করা হয়েছে (৭ জুলাই)। প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, দেখে মনে হচ্ছে যে একটি বা দুটি এফআইআর ছাড়া কোনওক্ষেত্রেই কাউকে গ্রেফতার করা হয়নি। অত্যন্ত ঢিমে তালে চলছে তদন্ত। এখনও রেকর্ড করা হয়নি বয়ান। যা দেখেই বেজায় খাপ্পা শীর্ষ আদালত।