মণিপুর ইস্যুতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন INDIA জোটের প্রতিনিধিরা। জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন সুস্মিতা দেবরা।
যদিও এখনও রাইসিনা হিলসের তরফে প্রতিনিধিদের কোনও সময় দেওয়া হয়নি বলেই খবর। INDIA জোটের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিলেই তাঁরা গিয়ে সবিস্তারে মণিপুর নিয়ে কথা বলবেন।
তিন মাসের বেশি সময় ধরে জাতিদাঙ্গায় তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। ক্ষমতা বিস্তার নিয়ে কুকি আর মেতেই উপজাতিদের মধ্যে সংঘর্ষ এতটাই বিপজ্জনক আকার নিয়েছে, যা দিল্লির মসনদেও কাঁপন ধরিয়েছে। বিশেষত দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভাইরাল ভিডিওটি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’)। বিরোধীদের দাবি, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি দিক, আলোচনা হোক। যদিও কেন্দ্র সেভাবে এখনও কোনও পদক্ষেপ করেনি।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, বিরোধীদের এক প্রতিনিধিদল মণিপুরে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখুক। সেই প্রস্তাব মেনে ১৬ দলের মোট ২০ জন প্রতিনিধি গত সপ্তাহান্তে মণিপুর যান। চূড়াচাঁদপুর এলাকার শরণার্থী শিবির ঘুরে দেখে, আশ্রিতদের সঙ্গে কথা বলে সেখানকার রাজ্যপালকে স্মারকলিপি তুলে দেন তাঁরা। সেখান থেকে ফেরার পর এবার তাঁরা চাইছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে।