সদ্যই পঞ্চায়েত ভোটের ফলে রাজ্য জুড়ে তৃণমূলের জয়জয়কার দেখা দিয়েছে। সর্বত্রই উঠেছে সবুজ ঝড়। আর তাই আজকের একুশে জুলাইয়ের সমাবেশ যেন বিজয়োৎসবের মঞ্চ হয়ে উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে। নজর কাড়ছে অভিনব সব প্রচার। এবার যেমন ভিড় ঠাসা ধর্মতলায় হাজির দশভূজা মমতা। তবে দশ হাতে নেই কোনও অস্ত্র। রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামের হোডিং। একুশে জুলাইয়ে সকাল সকাল এই মমতা বন্দ্যোপাধ্যায়ই ধর্মতলা মাতাচ্ছেন।
শুক্রবার সকাল থেকেই ধর্মতলায় মানুষের ভিড়। বেলা বাড়তেই জনসুনামি সেখানে। এর মাঝেই দেখা যায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে সেজে হাজির এক মহিলা। দেবী দুর্গার মত তাঁরও রয়েছে ১০ হাত। তবে অস্ত্রের বদলবে দশ হাতে শোভা পাচ্ছে, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, পথশ্রী, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের হোডিং। যা দেখতে ভিড় জমছে। মুখ্যমন্ত্রী মমতা দশভূজা। প্রায় বলেন তৃণমূল নেতৃত্ব। সেই আদলই ২১শে জুলাই রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার সারল তৃণমূল।
