প্রতিবারই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে ‘জাগো বাংলা’য় কলম ধরেন তিনি। এবার ছেদ পড়ল না সেই ধারায়। শুক্রবার দলের মুখপত্র-তে বেরিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবন্ধ। ‘আসুন, ইন্ডিয়া’কে জয়যুক্ত করি’ শিরোনামে নিবন্ধের শুরুতেই তৃণমূল নেত্রী পূর্ব পাকিস্তান অধূনা বাংলাদেশের ভাষা আন্দোলনের কথা উল্লেখ করে বলেছেন, ‘মাতৃভাষার জন্য সেই আত্মবলিদান ইতিহাসে অমর হয়েছে। অমর একুশে আমাদের পশ্চিমবাংলার একুশে জুলাইও।’
তৃণমূল নেত্রী লিখেছেন, ‘তিরিশ বছর আগে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন বাংলর ১৩ জন। গণতন্ত্রের জন্য সেই আত্মবলিদানও ইতিহাসে অমর। একুশে ফেব্রুয়ারি হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে জুলাই হয়েছে শহিদ দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে জুলাই।’ দীর্ঘ নিবন্ধে তৃণমূল নেত্রী সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধী দল-সহ বিভিন্ন মহলের তোলা অভিযোগ পাল্টা যুক্তি সাজিয়ে খণ্ডন করেছেন। তুলে ধরেছেন তাঁর সরকারের নানা কল্যাণ কর্মসূচির কথা। সেই সঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের মোদী সরকারকে। পাশাপাশি, উল্লেখ করেছেন সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়া’র কথা।
