প্রথমবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। আর তাতেই বাজিমাত! বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ক্যানিং ১ ব্লকের মাতলা ১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মীরা অধিকারী। চার দেওয়ালের পরিসর ছেড়ে প্রথমবার লড়াইয়ের ময়দানে নেমেছিলেন গৃহবধূ মীরাদেবী। আর ভোট মিটতেই বুধবার সকাল সকাল ভোটারদের বাড়িতে পৌঁছে গেলেন তিনি। কুশল বিনিময় করলেন। প্রত্যেকের হাতে তুলে দিলেন মিষ্টির প্যাকেটও।
স্বাভাবিকাভাবেই, নতুন জনপ্রতিনিধির হাত থেকে মিষ্টির প্যাকেট পেয়ে খুশি ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট দেওয়ার কারণ জিজ্ঞেস করলে জয়ী প্রার্থী মীরা অধিকারী জানান, মানুষের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন, তাই তাঁদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়েছেন। মানুষ আসল দেবতা, এমনটাই মনে করেন মীরাদেবী।