মাস কয়েক আগে প্রয়াগরাজের জেল থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসার সময় হাসপাতালের বাইরে পুলিশি ঘেরাটোপে থাকা উত্তরপ্রদেশের গ্যাংস্টার তথা বিএসপি নেতা উমেশ পাল হত্যা মামলায় দোষী সাব্যস্ত আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করে আততায়ীরা। এবার সংসদের বাদল অধিবেশনের শুরুতে প্রয়াত প্রাক্তন ও বর্তমান সদস্যদের মৃত্যুতে শোকজ্ঞাপন করার সময় অন্যান্য সাংসদদের পাশাপাশি সেই আতিক আহমেদের প্রয়াণেও শোকজ্ঞাপন করলেন স্পিকার ওম বিড়লা। যা নিয়ে হয়ে গিয়েছে তীব্র বিতর্ক।
বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতে লোকসভার স্পিকার ওম বিড়লা একে একে প্রয়াত বর্তমান ও প্রাক্তন সাংসদদের নাম বলেন। তাঁদের পরিচয় দেন, এবং তাঁদের জন্য শোকবার্তা পাঠ করেন। সেই সাংসদদের তালিকায় ছিলেন আতিক আহমেদও। আতিক ১৪ তম লোকসভায় উত্তরপ্রদেশের ফুলপুর থেকে সাংসদ হন। সেকথায় এদিন উল্লেখ করেন স্পিকার ওম বিড়লা। এমনকী খুনে অভিযুক্ত আতিককে ‘শ্রী’ বলেও সম্বোধন করেন তিনি। যা নিয়ে সমালোচনার ঝড় উঠছে। প্রশ্ন উঠছে, এ হেন গ্যাংস্টারের নাম শোকজ্ঞাপনের তালিকায় না রাখলে বিশেষ ক্ষতি হত কী?